বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতির পরিচিতি সভা 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতির পরিচিতি সভা 

নওগাঁর মান্দায় নবগঠিত মাদ্রাসা শিক্ষক সমিতি (বামাশিস)-র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মান্দা উপজেলার দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এস,এম এরফান আলী মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মান্দা ইউএনও মো. শাহ আলম মিয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা (বাশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট নওগাঁ জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম সেখ, বাশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব ও বাশিস নওগাঁ জেলা শাখার সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

টিএইচ